আতাউল হাকিম আরিফ
কবি আতাউল হাকিম আরিফ, রাজনৈতিক ও সামাজিক বাঁক পরিবর্তনের ভেতর দিয়ে নিজেকে পরখ করেছেন বারবার ,কৈশোরকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণের সুস্পষ্টত প্রভাব কবির পরবর্তী জীবনকালে ব্যাপিত।প্রগতিশীল রাজনৈতিক,সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনেও তিনি ছিলেন অগ্রগামী, জীবনের ভেতর জীবনকে খুঁড়ে খুঁড়ে দেখেছেন।তাঁর অধিকাংশ কবিতায় রাজনৈতিক চেতনাবির্দ্ধ,আঘাত করেছেন সাম্প্রদায়িকতা,কপুমণ্ডুকতাকে।পাশাপাশি আর্থ-সামাজিক প্রেক্ষাপট, প্রেম এবং অনুভূতিজাত শব্দবহ কবির কবিতার উপজীব্য।লেখালেখির সূত্রপাত মূলত স্কুল জীবন থেকেই।স্থানীয় ও জাতীয় পত্রিকার পাশাপাশি বিভিন্ন লিটন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে তাঁর অসংখ্য কবিতা,গল্প,প্রবন্ধ,ফিচার। কবির প্রথম কাব্যগ্রন্থ ” দাশখতে লাথি মারি” চন্দ্রবিন্দু প্রকাশন ফেব্রুয়ারি- ২০১৯, -২০২০ এ চন্দ্রবিন্দু প্রকাশন থেকে কাব্যগ্রন্থ ভিউকার্ডের রমনীগণ এবং গল্পকার শোয়ায়েব মু্হামদ এর সাথে যৌথভাবে প্রকাশিত ” গল্প কবিতা “র কবিতাংশ- স্বপ্নের স্বপক্ষে দাঁড়িয়ে প্রকাশিত হয়েছে। পৈত্রিক নিবাসঃ শিবপুর, সীতাকুণ্ড পৌরসভা, চট্টগ্রাম। পড়ালেখাঃ বিএ (সম্মান) এম এ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চাকুরীঃ প্রজেক্ট অফিসার, ইপসা, চট্টগ্রাম। সম্পাদিত পত্রিকাঃ সাপ্তাহিক বহমান বাংলা, ফোকাস বাংলাদেশ ( ইংরেজী জার্নাল) সম্পাদকীয় উপদেষ্টাঃ পোড়াশব্দ (ছোটকাগজ) পুরষ্কারঃ চন্দ্রমনি সাহিত্য পদক-২০১৯ এবং নীলপদ্ম সাহিত্য সন্মাননা-২০২০।