হামিম কামাল
হামিম কামাল দ্বিতীয় দশকে লেখালেখির শুরু। প্রকাশিত উপন্যাস জঠর (২০১৬), কারখানার বাঁশি (২০১৮), জাদুকরী ভ্রম (২০২০)। গল্পগ্রন্থ সোনাইলের বনে (২০১৯)। গল্পের জন্য পেয়েছেন জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০১৮। জন্ম ৯ অগাস্ট ১৯৮৭, ঢাকায়। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক।