Description
একটি বাসনার ব্যাকুল ব্যাপ্তি আমার অন্তরকে আচ্ছন্ন করে রাখে হামেশা; একটি কিচ্ছা আমি তোমাদের শুনাই এবং এই কাহিনির প্রতিটি লব্জ যেন হয় আমাদের সম্পর্কের বুনিয়াদ। আমার প্রতিটি খোয়াব আমাকে দণ্ডায়মান করে তোমাদের মাজারের মিনারে, বুলন্দ কণ্ঠে আমি তেলাওয়াত করছি আমাদের বিরহে, আমাদের মোলাকাতে বিধুর বেহিসাব বয়ান। আমার প্রতিটি প্রশ্বাস স্মরণ করিয়ে দেয় তোমাকে, যেমন প্রতিটি নিয়াশ আমাকে বহন করে নিয়ে যায় তোমার তরফে। আমি জানি এই নিয়াশ একদিন ঠিক তোমার কাছে পৌঁছাবে যেমন প্রশ্বাসে আমি রোজ পাই তোমাকে। তবু যেন এই পূরক আর রেচকের মধ্যবর্তী কুম্ভকের তনিমা তালাশের বীপ্সাই সেই খোয়াব।
যেন কথায় বোঝা এক কিশতি কাল হতে কালান্তরে ভেসে যাচ্ছে, আর কথা গেঁথে গেঁথে কালাম বুনে যাচ্ছে কাতিব। সেই প্রথম কথাটি যা আমার শূন্য কিশতির বুকে একটি কুসুম কেশের মতো তুলে দিয়েছিলে তোমরা এবং কলরবের আয়োজন করেছিলে কথায় কথায়–এই কিশতি আজ কথার ভারে কাহিল। কথার মালা গেঁথে গেঁথে সেসব খালাস করে ফেলতেই ঘুরে ফিরে আজ ফের তোমাদের মাহফিলে নোঙর করেছি দয়াল। এ যেন তোমাদের কথাই তোমাদের কোলে ঢেলে দিয়ে আবার শূন্য হতে চাওয়া। এ যেন নীলিমা পেয়ে নীলাম্বর, রঙ দেখে রঙধনু, সুর শুনে সংগীত, কাকলি হতে কলতান হয়ে উঠার স্রেফ এক বেহুদা বীপ্সা।
Reviews
There are no reviews yet.