শুকলাল দাশ
শুকলাল দাশ সাংবাদিকতার পেশাগত যাপিত জীবনের পাশাপাশি নিরন্তর লেখালেখি করে চলেছেন শিশুসাহিত্যের নানা শাখায়। গল্প, কিশোরকবিতা, ছড়ার অঙ্গনে তাঁর লেখালেখি সবার প্রশংসা অর্জন করেছে। বেরিয়েছে ইতোমধ্যে কিশোরকবিতা, কিশোর গল্পগ্রন্থ। শিশুসাহিত্যের পাশাপাশি লিখেছেন বড়দের জন্যও। লিখেছেন বড়দের কবিতা, পত্রোপন্যাস। বেরিয়েছে কাব্যগ্রন্থও। কিশোর সাহিত্য, বড়দের লেখালেখি নিয়ে তাঁর বেরিয়েছে সাতটি গ্রন্থ। শিশু-কিশোর সংগঠক হিসেবেও তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। শিশুমানস গঠনমূলক সংগঠন ‘শিশুদের পাঠশালার পরিচালকের দায়িত্ব পালন করছেন ২০০১ সাল থেকে। শুকলাল দাশের জন্ম চট্টগ্রামের আনোয়ারার শিলালিয়া গ্রামে। বাবা রণজিত দাশ, মা শচীপ্রভা দাশ। স্ত্রী বিদিতা চৌধুরী রুশী, কন্যা উদিতি দাশ মুমু। দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার শুকলাল দাশ ২০১৭-১৮ সালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।