সাদিকা রুমন
সহ সম্পাদক : মনের খবর । জন্ম ১৭ মে, ১৯৮৪ টাঙ্গাইল জেলার জাঙ্গালিয়া গ্রামে মাধ্যমিক: বি. এন. বি হাই স্কুল, মির্জাপুর উচ্চ মাধ্যমিক: বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। সাদিকা রুমন এম. ফিল করছেন “গারো জাতিগোষ্ঠী: সংস্কৃতি, সাহিত্য ও আত্মপরিচয়ের রাজনীতি” নিয়ে। কবিতা দিয়ে শুরু করলেও শিশুসাহিত্যের প্রতি আগ্রহী। প্রকাশিত গ্রন্থ কবিতা : স্বপ্নের কাচঘরে ঘুমন্ত জংশন শিশুতোষ রচনা : ফুলমনি, ফাংসাং, রংয়ের দেশে পত্রলেখা ।