উপল তালুকদার
উপল তালুকদার। বর্তমানে ঢাকা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক হিশেবে কর্মরত। বয়সে বেশ প্রবীণ হলেও মানসে এখনো শিশু, বন্ধুবৎসল। তিনি কবি, কথাসাহিত্যিক ও গবেষক। প্রত্যেক ক্ষেত্রে স্বনামে উজ্জ্বল। কবিতায়, উপন্যাসে ও গল্পে নিজস্ব ধারার সময় ও চরিত্রকে রূপায়িত করার তাঁর ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি আলাদাভাবে পাঠকের দৃষ্টি কাড়ে— একইভাবে গবেষণা কর্মেও স্বকীয়তা ও নান্দনিকতার স্বাক্ষর রেখে চলেছেন।